কুমিল্লায় নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

কুমিল্লায় নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

কুমিল্লা প্রতিনিধি:

‘গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। শনিবার (৩ মে) সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাও রোটারী ক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি, পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহ সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে সাংবাদিকদের হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়। এসব মোকাবেলা করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লায় সাম্প্রতিক সময়ে অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কারো শত্রু নয়। তারা সত্য প্রকাশ করে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিকদের দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সেই কথাই বলছে।

অনুষ্ঠানে গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন এবং প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল কুমিল্লার জমিন এর সম্পাদক ও টক শো উপস্থাপক শাহাজাদা এমরান এবং সাপ্তাহিক গোমতী সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।