যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু এবং যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা জাহিদ হাসান।
পুলিশ বলছে, বর্তমান সরকারের সময় তারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা স্কুল এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।