সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেশ ছাড়ার আগে একটি লক্ষ্যই জানিয়েছিলেন লিটন দাস, ‘সিরিজ জিতব।’ বিদেশবিভুঁইয়ে লক্ষ্য বেড়েছে বাংলাদেশ দলের অধিনায়কের। লিটনের এখন দুটি চাওয়া—সিরিজ জেতা এবং ভুল শোধরানো।
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লিটন ব্রিগেডদের সেই লক্ষ্য পূরণের প্রথম লড়াই। রাত ৯টায় আমিরাতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তার আগে শুক্রবার নিজেদের পরিকল্পনার কথা বিসিবির পাঠানো এক ভিডিওতে জানিয়েছেন টাইগার কাপ্তান।
লিটন বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য—দুটি ম্যাচই জিততে চাই।’ পরের লক্ষ্য, ‘কিছুদিন ধরে দলের যেসব জায়গায় (উন্নতির জন্য) কাজ করা হয়েছে, সেটি কতটা হয়েছে, সেটাও এই সিরিজে দেখতে চাইব।’
আমিরাতের বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত তিনটি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সবকটিতেই জিতেছে। তবে আজকের লড়াইয়ে স্বাগতিকদের সমীহ করছেন টাইগার অধিনায়ক, ‘নিজেদের মাঠে আমিরাত ভালো দল। স্বাগতিক হওয়ায় এখনকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে।’
বাংলাদেশও ভালো দল, র্যাংকিং ও শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে—তবুও টি-টোয়েন্টি বলে কিছুটা সমীহ করছেন লিটন, ‘ভালো ক্রিকেট খেলার জন্য সেরা চেষ্টাটাই করব। এই সংস্করণে সময়ে সময়ে অনেক চাপ চলে আসে। আমি চাইব দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নির্ভার হয়ে খেলে, ক্রিকেটটা উপভোগ করে। ফল কী হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেনে খেলতে পারাটা। সেটা করতে পারলে ফল একটা সময় চলে আসবে।’
আমিরাতে বুধবার যাওয়ার পর দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রচণ্ড গরম এখন দেশটিতে। এজন্য রাতে হচ্ছে দুটি ম্যাচই। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি আজ রাত ৯টায়।