পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়। প্রতিবেশী দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার রিশাদ হোসেন ও তরুণ পেস বোলার নাহিদ রানা।
ভারত একাধিক ড্রন হামলা করে পাকিস্তানে। এতে করে অনেক নিরীহ মানুষ মারা যায়। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেও হামলা করে ভারত। যে কারণে দেশি বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল কিছুদিন বন্ধ রাখা হয়।
বর্তমানে প্রতিবেশী দুই দেশ যুদ্ধ নয় শান্তির বার্তায় ফিরে এসেছে। যুদ্ধ বন্ধ থাকলেও আতঙ্ক বিরাজ করছে। যে কারণে চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও পূর্ব অভিজ্ঞতার কারণে পাকিস্তান সফরে যেতে রাজি নন নাহিদ রানা।
শুধু নাহিদ রানাই নন, বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরাশেন্স বিভাগের ম্যানেজার দেশের প্রথম টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস যুগান্তরকে জানান, নাহিদ রানা পাকিস্তান সফরে যাচ্ছে না। দুইজন কোচিং স্টাফ আরব আমিরাত থেকে সরাসরি দেশে ফিরে আসবেন, তার কারণ হলো- আমাদের এখানে লাল বলের প্রাকটিস শুরু হতে যাচ্ছে।
নাহিদ রানা পাকিস্তানে যেতে না চাইলেও লেগ স্পিনার রিশাদ হোসেন ঠিকই পাকিস্তান সফরে যাচ্ছেন। পিএসএলে লাহোর কালান্দার্সর হয়ে পাঁচটি ম্যাচ খেলা এই লেগ স্পিনার পাকিস্তান সফরের দলে রয়েছেন এবং লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচেই বিবেচনায় থাকবেন।
পাকিস্তান সফরে প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত তা নেমে এসেছে তিন ম্যাচে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের সূচি ঘোষণা করেছে।
সূচি অনুসারে ২৯ মে প্রথম ম্যাচ, ৩১ মে দ্বিতীয় ম্যাচ এবং ১ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজ শেষেই আগামী ২৫ মে আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।