যশোরের নাজির শংকরপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ও নগদ ২২ হাজার ৩০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে নিজ বাড়ির সামনে মো: রফিকুল ইসলাম (৪০) হামলার শিকার হন। পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। এঘটনায় কোতোয়ালী মডেল একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত রফিকুল ইসলামের স্ত্রী মোছা: আমেনা খাতুন থানায় লিখিত অভিযোগ উল্লেখ করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে মো: শাফিউল আলম, মোছা: শবনাম মিতু, মো: রকি, মাহাবুদ খান, গোলাম কিবরিয়া, মোছা: সানজিদা ইয়াসমিন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোহার রড, জিআই পাইপ, হকিষ্টিক এবং দেশীয় ধারালো রামদা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা রফিকুল ইসলামের বাম হাতে কোপ মেরে গুরুতর জখম করে এবং বাম পায়ের হাড় ভেঙে দেয়। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এসময় তার কাছে থাকা ২২ হাজার ৩০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
রফিকুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।