যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে সন্তান প্রসবের পর নবজাতক পুত্রকে হত্যার চেষ্টা করেছেন রত্না বিশ্বাস (৩৬) নামের এক রোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী রত্না বিশ্বাস পেটের ব্যথাজনিত সমস্যা নিয়ে ১৯ জুন রাত ১১টায় হাসপাতালে ভর্তি হন। ২০ জুন ভোররাত আনুমানিক ৪টায় হাসপাতালের ওয়াশরুমে গিয়ে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
চিকিৎসক ও নার্সদের ভাষ্য অনুযায়ী, সন্তান প্রসবের পর তিনি নিজেই নাড়ি কাটেন এবং নবজাতকের মুখে বদনা দিয়ে পানি ঢেলে মেরে ফেলার চেষ্টা করেন। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত নার্সের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন এবং নবজাতককে আলাদা করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রত্নাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
স্বামী রমেশ বিশ্বাস জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন।