‘অলিখিত ফাইনালে’ বৃষ্টির চোখরাঙানি

কলম্বোয় প্রথম ওয়ানডেতে অভাবনীয় ব্যাটিংধসের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এবার ক্যান্ডির পাল্লেকেলে। অলিখিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বাংলাদেশের সামনে শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সুযোগ হারাতে চান না মেহেদী হাসান মিরাজরা। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচ।

কলম্বোয় স্লো উইকেটে বোলাররা সুবিধা পেয়েছেন। পাল্লেকেলেতে সাধারণত পেসাররা দাপট দেখালেও উইকেট হয় ব্যাটিং সহায়ক। বড় স্কোর হয়। তবে এই ভেন্যুতে বৃষ্টির উৎপাত থাকে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে।

পাল্লেকেলেতে শেষ পাঁচ ওয়ানডে বৃষ্টির কারণে কার্টেল ওভারের হয়েছে। সবশেষ ওয়ানডে পরিত্যক্ত হয়। প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড ভালো না। ২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটিতে হেরে পরের দুটিতে জয় তুলে নিয়েছিল।

প্রথম ম্যাচে হারের পর সেটাই একমাত্র ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ এখনো জেতেনি বাংলাদেশ। বাংলাদেশ যাদের দিকে তাকিয়েছিল, তারাই ভালো করেছেন দ্বিতীয় ওয়ানডেতে।

ওপেনার পারভেজ হোসেন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। শামীম ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভালো করেন। নাজমুল হোসেন শান্ত ভালো শুরু পেয়েও দুই ম্যাচেই বড় স্কোর করতে পারেননি। মিরাজও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন।

হৃদয় ও জাকের আলীর পারফরম্যান্স ওঠা-নামার মধ্যে থাকে। তানজিদ হাসান তামিম ধারাবাহিক রান পাচ্ছেন। ম্যাচে তিনি দ্রুত আউট হন। বাংলাদেশ ব্যাটিংয়ে বড় জুটির দিকে তাকিয়ে রয়েছে। বিশেষ করে হুট করে ধস নামলে প্রতিরোধ গড়ে জুটি করার পরামর্শ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে সুযোগ পাচ্ছেন না রিশাদ হোসেন। প্রথম ম্যাচে তিনি অসুস্থ ছিলেন। সেই ম্যাচে অভিষেক হওয়া তানভীর দ্বিতীয় ম্যাচে নেন পাঁচ উইকেট।

একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে সফরকারীরা। আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ডান-হাতি পেসার তাসকিন আহমেদকে। হাসান মাহমুদের জায়গায় আজ তিনি আবার একাদশে ফিরবেন। শামীম হোসেন চোট পেলেও তার খেলতে হয়তো সমস্যা হবে না।

পাল্লেকেলেতে বাংলাদেশ ও শ্রীলংকা এর আগে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে। দুদলই একটি করে ম্যাচ জিতেছে।