২১তম ফুটবল বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’ গেয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি আর এতে ফিট দিয়েছেন উইল স্মিথ। ২০১০ এবং ২০১৪ সালের পর এবারও বিশ্বকাপের থিম সং-র প্রযোজনা করছেন সেই মার্কিন ডিজে ডিপলো। আগামী ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি।
‘লাইভ ইট আপ’ এর মিউজিক ভিডিওতে মস্কোর লুজনিকি স্টেডিয়ামের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। থিম সংয়ে আগের বিশ্বকাপের গোল উদযাপনের দৃশ্য ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর দর্শকদেরও তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোকে উপস্থাপন করা হয়েছে।
রাশিয়াতে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ১৪ জুন শুরু হয়ে এই আসরটি শেষ হবে ১৫ জুলাই। ৩২টি দলের অংশগ্রহণে ১২টি ভেন্যুতে মোট ম্যাচ হবে ৬৪টি।