এর আগে, ১৯৭০ ও ১৯৭৮-এর বিশ্বকাপে রেফারি ছিলেন আরেক আর্জেন্টাইন নরবের্তো কোয়েরেজা। দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি পিতানা। ২০০৭-এ আর্জেন্টিনার ঘরোয়া লীগে অভিষেক হয়েছিল তার। ২০১০-এ প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্স-জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচসহ ৪ ম্যাচ পরিচালনা করেন পিতানা। ২০১৬’র অলিম্পিক ফুটবল দিয়ে আবারও ব্রাজিলে ফেরেন পিতানা। জার্মানি ও নাইজেরিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। এক বছর পর ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে জার্মানি ও মেক্সিকোর ম্যাচটিও পরিচালনা করেন এই পিতানা।