গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন লাইয়ুন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করেছিলেন আরেক স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। তারা দুজনেই চুলে সাদা রঙ করেছেন। মেক্সিকান ফুটবল ফেডারেশনের টুইটার পেজে তাদের ছবিটি প্রকাশ করা হয়।
তাদের ভিন্নধর্মী এই চুলের রঙ করানোর পেছনে আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে, নিজেদের ক্যামেরার সামনে আরেকটু ভালো করে চেনাতেই বোধহয় এমন কিছুর আশ্রয় নিয়েছেন তারা। হয়তো ব্রাজিলের বিপক্ষে যদি তারা ম্যাচটি জিততে পারেন তখন নিশ্চয়ই জানা যাবে এমন চুলের রহস্য।