ম্যাচের আগে ব্রাজিল দল সম্পর্কে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস অসোরিও বলেন, ব্রাজিল একটা দারুণ দল। সাহস নিয়ে বলতে পারি, তারাই সেরা। কারণ, একই সঙ্গে এই দলের ফুটবলারদের বল নিয়ন্ত্রণ করা ও পাস দেওয়া ক্ষমতা আছে। তাদের তিন শক্তি- প্রথমত তাদের আছে পাওলিনহো ও কুতিনহোর মতো মধ্যমাঠের খেলোয়াড়। তাদের উঁচুমানের তিনজন আক্রমণে আছে, সেটা চার বা পাঁচও হতে পারে, যেমন- নেইমার, উইলিয়ান, কুতিনহো, জেসুস ও ডগলাস কস্তা,যদি সে একাদশে থাকে। এটা সত্যিই দারুণ একটা দল! রক্ষণভাগের সবাই খেলাটাকে আটকে রাখতে সক্ষম। সবাই দারুণ আক্রমণে যেতে পারে।
পাশাপাশি ব্রাজিলের কোচ তিতে সম্পর্কে মেক্সিকো কোচ বলেন, তিতের মতো একজন বিশ্বের সেরা কোচ যিনি জানেন ফুটবলারদের কিভাবে মাঠে সঠিক মাত্রায় মেলাতে হয়। তার চিন্তায় সব সময় একটা শক্তিশালী মাঝমাঠ থাকে। যেখানে ফারনান্দিনহো-কাসেমিরোর মতো ফুটবলার আছে।