ব্রাজিলের গোলবার সামলাতে গিয়ে চার ম্যাচে বেশ কয়েকবার ফাউল করেছেন ক্যাসেমিরো। যারমধ্যে দু’টি রেফারির চোখে ছিল অপরাধ। ফলে গ্রুপ পর্বের ম্যাচে ১টি ও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ১টি হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো।
ফিফার বিশ্বকাপ নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে ২টি হলুদ কার্ড অথবা ১টি লাল কার্ড দেখলে, নিষিদ্ধ হবেন পরের ম্যাচে। স্বাভাবিক নিয়মেই ক্যাসেমিরো কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না। এটা ব্রাজিল দলের শিবিরে একটি দুঃসংবাদই বটে। তার স্থানে ডিফেন্স সামলাবেন ফার্নান্দিনহো। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে রাত বারোটায়।