ম্যাথিউসের কথায় নেইমার একজন বিশ্বমানের খেলোয়াড়। ফাউলের শিকার হলে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। এতে সমর্থকদের সহানুভূতি পাওয়া যায় না বলেই মনে করেন তিনি। জার্মানির হয়ে রেকর্ড পাঁচবার বিশ্বকাপ খেলা ম্যাথিউস বলেন, ‘নেইমারের আঘাত পাওয়ার অভিনয় করার কোনো মানে হয় না। সে একজন চমৎকার খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা পাঁচ খেলোয়াড়ের একজন। কেন তাকে অভিনয় করতে হবে? এটা কোনো সহানুভূতি বয়ে আনে না।’
আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির উদাহরণ টেনে ধরেন ৯০’র বিশ্বকাপ জয়ী ম্যাথাউস। বলেন, ‘দিয়েগো ম্যারাডোনা অভিনয় করতেন না। লিওনেল মেসি অভিনয় করেন না। আমাদের নেইমারের মতো খেলোয়াড় প্রয়োজন কিন্তু অভিনয় নয়।’
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ম্যাচ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নেইমারের ব্রাজিল। আগামীকাল কাজান অ্যারেনায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।