রোনালদোর বিদায়ে রিয়ালের মার্কেটিংয়ে ধস!

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের চলে যাওয়াটা ফুটবলীয় দৃষ্টিকোণ থেকেই রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় ক্ষতি। চাইলেও রোনালদোর মতো এক জাত গোল-মেশিনের শূন্যতা পূরণ করতে পারবে না রিয়াল। ফুটবলীয় এই ক্ষতি তো আছেই। রোনালদোর বিদায়ে আর্থিকভাবেও বিশাল ক্ষতির মুখে রিয়াল মাদ্রিদ। রোনালদোকে হারানোয় রীতিমতো ধস নেমেছে রিয়ালের মার্কেটিংয়ে।

বন্ধ হয়ে গেছে বিশাল অঙ্কের আয়ের পথ। কমে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুসারির সংখ্যা। কমে গেছে ব্র্যান্ড ভ্যালুও। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বজুড়ে রোনালদোর অনুসারির সংখ্যা ৩৩০ মিলিয়ন বা ৩৩ কোটি। ফুটবল ইতিহাসের আর কোনো ফুটবলারেরই অনুসারির সংখ্যা এতো বেশি নয়। এমনকি অন্য ‍দুই সেনসেশন লিওনেল মেসি এবং নেইমারের অনুসারির সংখ্যাও তার চেয়ে অনেক কম।

তো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে রোনালদোর এই অনুসারিরা ক্লাব রিয়ালকেও অনুসরণ করত। কিন্তু রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় তাদের বেশির ভাগই এখন আর রিয়ালের ওয়েবসাইটে ঢুকছে না। তারা বরং এখন ঝুঁকে পড়েছে জুভেন্টাসের দিকে।

এ ছাড়া বিভিন্ন স্পন্সর কোম্পারির সঙ্গে চুক্তির ফলে রোনালদোর বাণিজ্যিক মূল্য ৪০০ মিলিয়ন ইউরোরও বেশি। আর নিজেদের খেলোয়াড় হিসেবে রোনালদোর এই বাণিজ্যিক মূল্য ও স্পন্সর চুক্তির সুবাদে প্রতি মৌসুমে রিয়ালের আয় হতো ২৫০ মিলিয়ন ইউরো। রোনালদো চলে যাওয়ায় রিয়ালের এই আয়ের খাতটি একেবারেই বন্ধ হয়ে গেছে।

প্রতি মৌসুমে রোনালদোর জার্সি বিক্রি করেও বিশাল অঙ্কের টাকা কামাতো রিয়াল। পেত বড় অঙ্কের স্পন্সরও। রিয়ালের এই দুটো আয়ের পথও বন্ধ হয়ে গেছে রোনালদোর বিদায়ে।

শুধু ক্লাব রিয়ালই নয়। রোনালদো চলে যাওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষও। গত মৌসুমে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়াতেও ক্ষতির মুখে পড়েছিল লা লিগা। তবে নেইমারের চেয়েও রোনালদোর বিদায়ে বেশি ক্ষতির আশঙ্কা করছে লা লিগা। লিগ স্পন্সরে ধস নামবে বলেই আশঙ্কা। এছাড়া লা লিগার ইমেজেও ধস নেমেছে।

রিয়াল ও লা লিগার ঠিক উল্টো অবস্থানে জুভেন্টাস ও ইতালিয়ান সিরি আ। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন রোনালদো, এই খবরের পরপরই ইতালির শেয়ার বাজারে জুভেন্টাসের শেয়ারের দাম বেড়ে যায় তরতর করে। রোনালদো আনুষ্ঠানিকভাবে চুক্তির পর দাম বেড়েছে আরও।

রিয়াল ছেড়ে রোনালদো জুভেন্টাসে যোগ দিয়েছেন এক সপ্তাহও পুরো হয়নি। এরই মধ্যে জুভেন্টাসের শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ। বাড়ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে জুভেন্টাসের অনুসারির সংখ্যাও। এক ইনস্টাগ্রামেই জুভেন্টাসের অনুসারির সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। আরও ১১ লাখ অনুসারি খুলেছে নতুন অ্যাকাউন্ট।

জুভেন্টাসের শেয়ারের দাম ও অনুসারির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া তো সবে শুরু। শেষ পর্যন্ত বাড়তে বাড়তে সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে কে জানে!