সোশ্যাল মিডিয়ায় এই তারকা দম্পতির অনুরাগীরা এমনই কিছু ছবি পোস্ট করেছেন, যেগুলোতে এই দুজনকে একসঙ্গে দেখা গেছে।
একটি ছবিতে কোহলি ও আনুশকাকে শপিং করতেও দেখা গেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।
কিছুদিন আগে আনুশকা তার জিরো ও সুই ধাগা-র শুটিং শেষ করেছেন। কাজের ব্যস্ততার মধ্যে সময় বের করে ইংল্যান্ডে গিয়েছেন আনুশকা।