মেয়ে সারা খুব শিগগিরই বলিউড অভিষেক করতে যাচ্ছেন বলে খবর। আর অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে সংসার করার পরও সারার সঙ্গে নিজের সম্পর্ক কেমন, তা খোলাসা করলেন সাইফ।
বলিউড তারকা জানান, তার যখন বেশ কম বয়স, সেই সময় সারার জন্ম হয়। আর তাই সারার সঙ্গে তার সম্পর্কটা একেবারে বন্ধুর মতো। বাবা-মেয়ের চেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের। এমনকি সারা ও সাইফ একসঙ্গে মদ্যপান করেন বলেও জানান সাইফ। তবে শুধু সাইফ নন, সারার সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্কও বেশ ভালো বলে জানালেন তিনি।