এষা নিজের নাম লিখিয়েছেন এক হেঁসেলখানায়। রেসিপির নাম ‘কেকওয়াক’। কেকের নেশায় ডোবাতে তিনি উপস্থিত হলেন কলকাতার নামী গয়নার দোকানে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
একটু খোলসা করে বলা যাক। নায়িকার আপকামিং ছবি ‘কেকওয়াক’র প্রোমোশনে সোজা এসে পৌঁছলেন শহর কলকাতার এক নামি দামি গয়নার বিপণিতে। ছবির মুখ্য অভিনেত্রী তিনিই।
ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেখানে। ছবির প্রচারের পাশাপাশি ওই বিপণিতে গয়নার নতুন কালেকশন ‘শুভ বিবাহ’ উদ্বোধন করলেন অভিনেত্রী।
শর্টফিল্মে তাকে এই নতুন কালেকশনের গয়নায় দেখা যাবে। এষার কথায়, ‘ছবিটার স্ক্রিপ্টটাই আমাকে খুব অ্যাট্র্যাক্ট করেছিল। আর রাম(পরিচালক) আমার খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে কিছু ক্রিয়েটিভ করতে চাইছিলাম।
এর আগেও অনেক স্ক্রিপ্ট এসেছিল আমার কাছে। কিন্তু এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তাই জন্যই এই ছবিটার জন্য রাজি হয়। আর শর্ট ফিল্মটার সৌন্দর্য্য হল বাইশ মিনিটের মাধ্যে একটা গোটা গল্প দেখানো হয়েছে।’
আপকামিং (আসন্ন) প্রজেক্টের ব্যাপারে এষা তার ডান্স ব্যালের কথা বললেন। ‘রামায়ণ’ নামের একটি ডান্স ব্যালেতে সীতার ভূমিকায় রয়েছেন তিনি।
মা হওয়ার পর এষা ‘কেকওয়াক’ ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সিনেমা জগতে। সঙ্গে তার এই ছবিতে বলিউড অন্দরে ঢুকতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী অনিন্দিতা বসু। পূর্ণদৈর্ঘ্যের ছবি যদিও নয়, ‘কেকওয়াক’ একটি শর্ট ফিল্ম। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। ছবিতে এষাকে দেখা যাবে একজন শেফ-এর চরিত্রে।
মার্চ মাস থেকে কলকাতায় শুরু হয়েছে এ ছবির শুটিং। নতুন প্রজন্মের নারীদের স্থানটা ঠিক কোথায়? সে নিয়ে গল্পের বিষয়বস্তু। একজন নারীর ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনের রূপই ফুটে উঠবে এ ছবিতে।
পরিচালক রাম কমল মুখোপাধ্যায় আসলে এষার বায়োগ্রাফি লেখার জন্যই অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাৎকার চলাকালীনই হঠাৎ মাথায় আসে এই স্বল্পদৈর্ঘ্যের ছবির আইডিয়া।
বিয়ের পর থেকে সংসার নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন এষা। তার ওপর মেয়ে হওয়ার পর থেকে তো একেবারেই লাইমলাইটের দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি।
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার সুবাদে এষা এবং তার পরিবারের কিছু ছবি প্রকাশ্যে আসে। মেয়ের দায়িত্বও তিনি একা হাতে সামলাচ্ছেন। তাই পূর্ণদৈর্ঘ্যের ছবি করার সময় এখন তার নেই।
অন্যদিকে সময়টা মন্দ নয় অনিন্দিতা বসুর। ছোটপর্দা থেকে বড় পর্দায় চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি। বাদ যায়নি ওয়েভের পর্দাও। এবার তার অভিনয়ের পরিধি বাড়ল আরও এক ধাপ।
অভিনেত্রীর ঝুলিতে এসে পড়েছে এই বলিউডি ছবির অফার। তাও আবার হেমা কন্যা এষার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার সুযোগ। ‘কেকওয়াক’ ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার ও অরিত্র দাস। এষার বিপরীতে রয়েছেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ তরুণ মালহোত্রা।