বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পরিবার নিয়ে ছুটি কাটাতে গ্রিসে যান সিআরসেভেন। ১০ দিনের জন্য ওঠেন কোস্টা নাভেরিনো রিসোর্টে।
দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘১০ জন কর্মীকে রোনালদো বড় অঙ্কের টিপস দেন। তাদের কাজ ছিল পরিবারের দেখভাল করার পাশাপাশি পাপারাজ্জিদের দূরে রাখা।’
দ্য গার্ডিয়ান বলছে, ওই দশজনকে রোনালদো ২০ হাজার ইউরো টিপস দেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ১৯ লাখ টাকার বেশি।
রিসোর্টের কর্মীরা টিপস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রোনালদোকে পরিবারসহ দেখতে পারা আমাদের জন্য সম্মানের এবং বিরল অভিজ্ঞতার। আমাদের এখানে আসার জন্য তাকে ধন্যবাদ।’