শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরনো প্রশাসনিক ভবনের সবগুলো ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন। ফলে এখানকার সব কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষকেরা ভিসির অধ্যাদেশ, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, ভিসি প্যানেল ও জাকসু নির্বাচন, বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতির দায়িত্ব প্রদানের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ে গত ১৭ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন ভিসিবিরোধী বলে পরিচিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।
এরই অংশ হিসেবে আগেও তারা বেশ কয়েকবার প্রশাসনিক ভবন অবরোধ করেছেন।