যশোরে বিএনপি নেতা আব্দার ফারুকের হত্যাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: যশোর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারন সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দার ফারুকের ১১ তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নানা কর্মসূচি পালন করছে।

সকালে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ আব্দার ফারুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।