যশোরে রেজাউল হত্যা: নির্দোষ রিপনকে ফাঁসানোর অভিযোগ

সোমবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রিপন আহম্মেদের স্ত্রী শাহনাজ পারজীন আসমা অভিযোগ করেছেন, তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে রেজাউল ইসলাম হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, তার স্বামী রিপন আহম্মেদ একসময় যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে বেনাপোলে বসবাস করছেন। কয়েক মাস আগে তিনি একটি কোম্পানির চাকরি ছেড়ে ইন্ডিয়ান ল্যাগেজের ব্যবসা শুরু করেন। এ ব্যবসায় রেজাউল ইসলামের সাথে তার পরিচয় হয়।
আসমা জানান,ব্যবসায় লোকসানের কারণে রিপন ও রেজাউল উভয়েই মূলধন হারান। পরে রেজাউল লোন গ্রহণ করে এবং ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বাড়ি বিক্রি করতে বাধ্য হন। একপর্যায়ে রিপন বেনাপোলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং রবি সিম কোম্পানিতে চাকরিতে যোগ দেন। ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হলেও রেজাউল মাঝে মধ্যে সবুজ নামের এক ব্যক্তির মাধ্যমে রিপনের কাছ থেকে কিছু খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতেন।
সংবাদ সম্মেলনে  আরও অভিযোগ করেন, রেজাউল নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী মমতাজ বেগম কোতোয়ালি থানায় রিপনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে পুলিশ রিপনের মোবাইল কল রেকর্ড পরীক্ষা করে কোনো সংশ্লিষ্টতা পায়নি। এরপরও পুলিশ তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং সর্বশেষ ২৬ এপ্রিল রিপন আহম্মেদকে আটকে রেখে রেজাউল হত্যার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
শাহনাজ পারজীন আশঙ্কা প্রকাশ করে বলেন, পুলিশ রিপনের ওপর চাপ সৃষ্টি করে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান এবং সাংবাদিকদের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ করেন।