চৌগাছায় যানবাহনে শব্দ দূষণ হর্ন লাগানোর অপরাধে জরিমানা

যশোরের চৌগাছায় যানবাহনে শব্দ দূষণ অবৈধভাবে হর্ন ব্যবহার করাতে ২ টি ট্রাক ও ২ টি বাসে ৪৫০০/- জরিমান ও শব্দ দূষণ সাউন্ড হরণ ৮ টি জব্দ করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার ভাস্কর্য পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) ধারায় ০২ টি বাস ও ০২ টি ট্রাক কে সর্বমোট ৪,৫০০/” টাকা জরিমানা করেন।মোড়ে ২টি বাসে ২৫০০/- টাকা ও ৪ টি শব্দ দূষণ হরেন জব্দ তারা হলেন গাড়ির খুলনা মেট্রো গাড়ির, জি ১১-০১৮৫ ড্রাইভার জিয়াউর রহমান (৪০) ২.খুলনা মেট্রো জ – ১৪০০১৭ ড্রাইভার গহর আলী(৪০),ট্রাক ২টি ২০০০/- টাকা ১. ঢাকা মেট্রো ট ২০-০৬০২, রাশেদ হোসেন (৩৭),২.ঢাকা মেট্রো ট ১৪-৭০৫৮ ড্রাইভার শান্তি উকিল।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার ও এক্সকিউবেট ইউটিউব ম্যাজিস্ট্রেট তাজনিম জাহান এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তর রিসার্চ কর্মকর্তা সৌমেন মৌত্র, ইন্সপেক্টর জাহিদ হোসেন, উপজেলা সহকারী ভূমি অফিসের পেশকার অলক বিশ্বাস ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।