ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (০১জুলাই) সকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা-যাদবপুর সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

সেসময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, বজ্রপাত থেকে কৃষকসহ মানুষের প্রাণহানী রোধে ১২ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩০০ টি তাল গাছের চারা রোপন করা হয়।