রোটারী ইন্টারন্যাশনালের নতুন বর্ষ শুরু উপলক্ষে “ভালোর জন্য ঐক্যবদ্ধ হও”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব যশোর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মঙ্গলবার (১ জুলাই ) দুপুরে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলার অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী যশোর জোনের ১ জুলাই উদযাপন কমিটির চেয়ারম্যান খাইরুল কবীর চঞ্চল।
সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান সোলাইমান মহি সবুজ,রোটারীর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোফাসা, কো-অর্ডিনেটর সাইফুল্লাহ খালেদ, স্পেশাল এইট এ জেড এম সালেক এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে বক্তারা রোটারীর বিশ্বব্যাপী কার্যক্রম, মানবকল্যাণে ঐক্যের প্রয়োজনীয়তা এবং স্থানীয়ভাবে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে রোটারী যশোর জোনের সহায়তায় ইনকাম জেনারেটিং প্রকল্পের আওতায় একটি সেলাই মেশিন এবং যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের জন্য দুটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়।