যশোরে পৃথক অভিযানে চিহ্নিত সন্ত্রাসী খাবড়ি হাসানসহ দুই জন আটক

jessore atok map

যশোরে আলাদা অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী খাবড়ি হাসানসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বার্মিজ চাকু ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের বেজপাড়া কবরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক খাবড়ি হাসান সদরের সাতমাইল এলাকার আবুল কাশেমের ছেলে ও বর্তমানে তিনি বারান্দীপাড়া খালধার রোডের লিলির বাড়িতে ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কোতয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস শহরের বেজপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী হাসান ওরফে খাবড়ি হাসানকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হাসানের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে।

অপর দিকে, একই রাতে সদরের ইছালী পুলিশ ক্যাম্পের এসআই আনিছুর রহমান মনোহরপুর বাজার থেকে রাফিউল হাসান ওরফে রোহান ওরফে রবিউল আটক আটক করেন।

এ তার কাছ থেকে এক বার্মিজ চাকু উদধার করা হয়। আটক রাফিউল হাসান মনোহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। আটক দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।