ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি নির্বাচনে না এলেও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া ‘নাসরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ মাঠ প্রাঙ্গণে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে যোগ দেন আনিসুল হক।
এর আগে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে বাংলাদেশের একটা আদালত এতিমের টাকা চুরি করার জন্য দণ্ড দিয়েছেন। খালেদা জিয়ার আপিল শুনানি হচ্ছে। কোর্ট খালেদা জিয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে, সেটা কোর্টের ব্যাপার। তারা নির্বাচন করবে কি না করবে, সেটা তাদের ব্যাপার। আইনত, সংবিধান মতে, সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরে ইনশাআল্লাহ হবে।’
এ ছাড়া এই মহিলা সমাবেশে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন উপস্থিত ছিলেন।