সাবেক মন্ত্রী দীপু মনি প্যারোলে মুক্তির আবেদন আমলে নেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়।
দীপু মনির আবেদনের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউর মিজানুর ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের ট্রাইব্যুনালে বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনাল বলেছেন নির্দিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।
এদিকে আজ ট্রাইব্যুনালে আশুলিয়া ছয় লাশ পোড়ানোর ঘটনা এবং জুলাই আগস্টের আন্দোলনে সময় যাত্রাবাড়ী, রামপুরা ও নরসিংদীতে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোসহ পৃথক চারটি মামলার শুনানি হয়। এতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
একইসঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ ছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলার ছাত্রলীগের সভাপতি রবিউল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
শুনানি শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ীতে গণহত্যা ও রামপুরার কার্নিশে ঝুলে থাকা অবস্থায় হত্যার উদ্দ্যেশ্যে গুলি চালানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আজ যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তারা হলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল মো. মুকুল হোসেন এবং নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম।