ঐ কিশোরের পিতা সদর উপজেলার গহেরপুর গ্রামের মোঃ ইমারত মোল্যা জানান, গত শুক্রবার তার পুত্র আশিক হোসেন (১২) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে তার পিতাকে মোবাইল কিনে দেওয়ার জন্য বাইনা ধরে। এ ব্যাপারে তাকে বকাছকা করলে সে কাউকে কিছু না জানিয়ে অভিমান করে অজানার উদ্দ্যেশ্যে বের হয়েছে। তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যাইনি। নিখোজ আশিক হোসেনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি। নিখোজের সময় তার পরনে ছিল থ্রি কোয়াটার টাওজার ও গোলাপী রংয়ের টি-শার্ট। ছেলেটির সন্ধান পেলে ০১৯২৫-৩৭৫৪৮১ নম্বরে যোগাযোগ করার জন্য তার পিতা অনুরোধ জানিয়েছেন।