যশোরে কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: যশোরে পিতা-মাতার উপর অভিমানে চুমকি খাতুন (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, লেখাপড়ায় খারাপ থাকায় পরিবারের লোকজন প্রায় সময় চুমকিকে গালমন্দ করে আসছিলো।
অপর একটি সূত্র জানিয়েছে, বিয়ের জন্যে বাড়ি থেকে চাপ দেবার জন্যে চুমকি আত্মহত্যা করেছে।

ইছালী ফাঁড়ির ইনচার্জ মিলন সরকার জানান, বৃহস্পতিবার রাতে চুমকির পিতা-মাতা লেখাপড়া করবার জন্যে তাকে গালমন্দ করে। ওই রাতে পরিবারের উপর অভিমানে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারন জানতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।