চৌগাছা কাচা বাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির আহবায়ক হুসিয়ার ও সদস্যসচিব আইনাল

যশোরের চৌগাছায় কাচা বাজার আড়ৎদার ব্যবসায়িক সমিতির আহবায়ক কমিটির আহবায়ক হলেন হুসিয়ার রহমান

ও সদস্য সচিব আয়নাল হোসেন এবং সিনিয়র যুগ্ন আহবায়ক কবির উদ্দীন সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার (৫ জুলাই) দুপুর ১ টার কাচাবাজার বটতলায় ২০৪জন কাচা বাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সদস্যের উপস্থিতিতে আলোচনা সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক হুসিয়ার রহমান,

সিনিয়ার যুগ্ন আহবায়ক কবির উদ্দীন,যুগ্ন আহবায়ক আকরাম হোসেন,সদস্য সচিব আইনাল হোসেন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মকবুল হোসেন, নোন্টু, আখতারুজ্জামান, আবুল কাশেম, মোতলেব হেসেন,মজনুর রহমান,আঃ লতিফ।আহবায়ক কমিটির মেয়াদ ৩ মাস পরে পরবর্তী নির্বাচন মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবেন।