ভুয়া অনলাইন মিডিয়ার বিরুদ্ধে যশোরে সাংবাদিক হাসিবুর রহমান শামীমের আইনি অভিযোগ

বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার সভাপতি মো. হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি খুলনা বিভাগের পাঠকপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার নাম ও লোগোর সাদৃশ্য ব্যবহার করে একটি নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল লোকসমাচার সাধারণ পাঠকদের বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মন্তব্য করেন সাংবাদিক শামীম। এতে তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার সম্মান রক্ষায় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর পরপরই লোকসমাচার নামক কথিত অনলাইন পোর্টাল এবং এর সাথে জড়িত কথিত সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ (ফেসবুক আইডি: Md Ali Jinnah) ও দৈনিক লোকসমচার অনিবন্ধিত নিউজ পোর্টালে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য প্রচার শুরু করেন। “যশোর বিরামপুরের কেরামত বাহিনীর কার্যক্রম এখন শামিমের কব্জায়” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়, যেখানে শামীমের সঙ্গে এলাকার কিছু দাগি লোকের নাম জড়িয়ে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়।

এ বিষয়ে সাংবাদিক হাসিবুর রহমান শামীম যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ আলী জিন্নাহ একজন রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট দালাল এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তিনি জিন্নাহ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

শামীম বলেন, “আমি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আজ অপপ্রচারের শিকার হয়েছি। কোনোভাবেই ভুয়া মিডিয়া এবং অপসাংবাদিকতার কাছে মাথানত করবো না। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং সকল সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।”
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এর প্রভাব আরও গভীর হবে।