‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার’

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নের জন্য বিনামূূেল্য কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করেছেন। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য উপবৃত্তি চালু করেছেন।

তিনি সোমবার যশোরের ঝিকরগাছায় কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এবং রতœগর্ভা মায়েদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির সাফল্যের বর্ণনা দেন।
সংসদ সদস্য মনির ঝিকরগাছা-চৌগাছার শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিজ্ঞানসহ উন্নয়েনর সকল ক্ষেত্রে তার সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার করেন।

সংসদ সদস্য মনির রত্নগর্ভা মায়েদের এ সাফল্যের জন্য অভিন্দন জানান। সন্তানের সাফল্যের জন্য মায়েদের ত্যাগ ও পরিশ্রমের কথা স্বীকার করেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও রত্নগনর্ভা মা। তার দুই সন্তান জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অনুসরনে নিজ নিজ সন্তানকে গড়ে তোলার আহবান জানান। তিনি এ অনুষ্ঠানে আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাদমুদ প্রমুখ।

কৃতি শিক্ষার্থী সুষ্মিতা রায় ও শাকিল হোসেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আজকের এ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও গর্বের। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে যে সম্মান দেওয়া হলো তা তাদের এগিয়ে যাবার পথে প্রেরণা যোগাবে বলে আয়োজকদের ধন্যবাদ জানান।

রত্নগর্ভা মা আমেনা সুলতানা তার বক্তব্যে বলেন, আজকের এ দিনটা আমাদের জন্য আনন্দের ও গর্বের। সন্তানের সাফল্যে সম্মানিত হয়ে তারা নিজেদের জীবনকে ধন্য মনে করেন। তারা আয়োজকদের এ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, জনমুখী প্রশাসনে কাজ জনগনের সেবা ও এলাকার উন্নয়ন। এ দায়বদ্ধতার জায়গা থেকে আজকের এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এস এম জিল্লুর রশীদের নির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী জাকিয়া ও তানজিমা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ থেকে ১৫ জন দরিদ্র মেধাবী ছাত্রীদেরকে বাইসাইকেল, ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন ছাত্রীদেরকে হাইজেনিক কিট্স, জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পুরষ্কার, রত্নগর্ভা ১০০ জন মাকে সম্মননা উপহার প্রদান করা হয়।
আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ।