স্টাফ রিপোর্টার: যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সায়েন্স অলিম্পিয়াড ২০১৮ পুরস্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধক্ষ মন্জুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি জনাব শেখ আব্দুল মতলেব, আনিসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি রুমি আক্তার, আব্দুর গফুর, প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মন্ডলি, গভনির বডির সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।
প্রধান অতিথি জনাব কাজী নাবিল আহমেদ তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষাসহ খেলাধুলার উন্নয়নের কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবই করছে।
তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি এই ভবিষ্যৎ নাগরিকদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান যেন তারা ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখতে পারে।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়া শিখে শুধু সার্টিফিকেট অর্জন না করে আদর্শ মানুষ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ২য় পর্বে বার্ষিক সাংস্কৃতিক ও সায়েন্স অলিম্পয়াড প্রতিযোগিতার অংশগ্রহনকারীদের মধ্য ৯ টি ইভেন্টে মোট ৫৪ টি পুরস্কার বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের তপন গাঙ্গুলি ও অর্থনীতি বিভাগের শাহিনা আক্তার।