বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ’র জরুরী কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ এস এম মাহবুবুল আলম এর সভাপতিত্বে ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে পৌর বিয়ে বাড়ি এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যশোর-৮৫ শার্শা -১ আসনের এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেস্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক -২ সালাউদ্দিন যুগ্ম সম্পাদক তাজউদ্দিন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ সহসভাপতি মোহাম্মাদ আলী শাহীন, সহ দডÍর সম্পাদক মো: সাইদুজ্জামান অর্থ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন ৪ নং বেনাপোল ইউপি পরিষদ এর মেম্বার আলমগীর সিদ্দিকী।
শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন সদস্য সচিব সেলিম হোসেন আশা শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
কর্মীসভা অনুষ্ঠানে জাতীয়তাবাদি দলের নেতা কর্মীরা বর্তমান অন্তবর্তীকালিন সরকারের কাছে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এর দাবি জানান। বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকার এদেশের সম্পদ লুটপাট করে পিছনে ফেলে দিয়েছে। মানুষকে বিগত ১৬ টি বছর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে জর্জরিত করেছে। এসব থেকে মানুষ বিএনপিকে নির্বাচন করলে মুক্ত থাকবে। কারন বিএনপি জনগনের দল। বিএনপি কোন অত্যাচার নিপীড়নে বিশ্বাসী নয়। বিএনপির কাছে রাষ্ট্র নিরাপদ থাকবে। শহীদ জিয়ার স্বপ্নের দুর্ভীক্ষ মুক্ত বাংলাদেশ গড়ে এদেশের জনগনকে এগিয়ে নিয়ে যেতে হবে।