ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহরাব হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ থাকবে।’
উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত চার দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে এসে ওই দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবিসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করলে রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়। দেশের বেশ কিছু এলাকাতেও শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। এ ঘটনায় সরকার শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় ও শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এরপর রাতে এ ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।