‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে সড়কে চৌগাছার শিক্ষার্থীরা

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছাতেও নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামে শিক্ষার্থীরা। শনিবার সকাল আটটা থেকেই শহরের চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে অবস্থান নেয়। এসময় তারা নানা ধরণের প্লাকার্ড বহন করছিল। ভাস্কর্য মোড়ে তারা মটরসাইকেল আরোহীদের লাইসেন্স পরীক্ষা করে।

ভোগান্তিতে পড়লেও মটরসাইকেল আরোহীরা স্বতঃস্ফুর্তভাবে স্কুল শিক্ষার্থীদের তাদের কাগজপত্র দেখান। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা শহরের শনু ডাক্তারের মোড়, যশোর বাসস্টান্ডসহ কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র দেখতে থাকে। এতে বাদ পড়েনি পুলিশ কর্মকর্তাদের গাড়িও। বাদ পড়েনি স্কুল, কলেজের শিক্ষক এমনকি সাংবাদিকরাও। সকালে শিক্ষার্থীরা ভাস্কর্য মোড়ে এবিসিডি কলেজের সহ-অধ্যাপক আবু তাহেরকে আটকে দিলে তিনি লাইসেন্স দেখিয়ে ছাড়া পান। পরে শিক্ষার্থীরা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহ-অধ্যাপক ও স্থানীয় সাংবাদিক ইয়াকুব আলীর মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় তাকে আটকে দেয়।

লক্ষণিয় বিষয় ছিল মোটরসাইকেলের চালকরা শিক্ষার্থীদের আহব্বানে সাড়া দিয়ে তাদের কাগজপত্র দেখাতে থাকেন। শনু ডাক্তারের মোড়ে একজন মোটরসাইকেল চালক তার গাড়িটি শিক্ষার্থীদের জিম্মায় রেখে নিজের বাড়িতে গিয়ে কাগজপত্র নিয়ে এসে তাদের দেখান। ভোগান্তি হলেও চালকরাও শিক্ষার্থীদের সাধুবাদ জানায়। পরে সকাল সাড়ে নয়টার দিকে স্কুলটির প্রধান শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে একটি শিক্ষক দল শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে নিয়ে যেতে শহরে চলে আসেন।

সকাল দশটার দিকে শিক্ষকদের আহব্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা শহরের খাদ্যগুদাম এলাকা থেকে একটি মিছিল নিয়ে স্কুলের দিকে চলে যায়। মিছিলটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক’য়েকশ ছাত্র/ছাত্রী অংশ নেয়। এসময় তারা ‘ইউ ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে মুখরিত করে তোলে। মিছিলটি শহরের প্রধান বাসস্টান্ডে পৌছালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের বোঝান সরকার তোমাদের দাবি মেনে নিয়েছে। তোমরা এখন ক্লাসে ফিরে যাও। এসময় তার সাথে উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে তাদের ক্লাসে ফিরে যায়।

আইনশৃঙ্খলার কোন অবনতি না হয় বা কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য চৌগাছা থানার পুলিশ সতর্ক অবস্থায় এসময় শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

এদিকে চৌগাছার ছয়টি রুটেই যান চলাচল বন্ধ রেখেছে চৌগাছা বাস মিনিবাস মালিক সমিতি ও চৌগাছা মটরযান শ্রমিক সংস্থা।