বরখাস্ত সেনা কর্মকর্তাকে তুলে নেওয়ার অভিযোগ

বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে নিজ বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাত ১টায় পল্লবী থানায় জিডি করা হয়েছে। এর আগে, রাত ১০টার দিকে পল্লবীতে মিরপুর ডিওএইচএসের বাসার সামনে থেকে হাসিনুরকে তুলে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিখোঁজ সেনা কর্মকর্তার পরিবারের লোকজন থানায় এসেছিলেন। তারা এ ঘটনায় জিডি করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তার ব্যক্তিগত পিস্তল উদ্ধার করে।

এদিকে হাসিনুরের শ্যালক ওয়াকিল আহমেদ জানান, তিনি তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলেন। বাসার নিচে ডিবি পুলিশের জ্যাকেট পরা কয়েকজন তাকে ধরে নিয়ে যায়।

হাসিনুর রহমান সর্বশেষ সেনাবাহিনীর আর্মি টেইনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে কর্মরত ছিলেন। তখন রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত হয়ে পাঁচ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন। এক সময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তিনি বিজিবিতেও ছিলেন কিছু কাল।