জুম বাংলা অনলাইন পত্রিকার সিইও এবং বুয়েটে ছাত্র দাইয়ানকে গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ইউসুফ চৌধুরীকে (৪০) ভুয়া নিউজ প্রচারের অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

এছাড়া নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে ধানমণ্ডিতে কথিত শিক্ষার্থী হত্যা ও ধর্ষণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগে বুয়েটের ছাত্র দাইয়ান আলমকেও (২২) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এমডি নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়ে জুম বাংলার সিইও ইউসুফ ও বুয়েটের ছাত্র দাইয়ান আলমকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপসহ ফেসবুক আইডি ও গ্রুপ জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।