আ’লীগ কার্যালয়ে হামলা করে বিএনপির উগ্রপন্থী সহযোগীরা: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দিনক্ষণ দিয়ে যে আন্দোলন হয় না, গত নয় বছরে বিএনপির আন্দোলনের ডাক-ই তার প্রমাণ।’

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

ওবায়দুল কাদের বলেন, ‘দিনক্ষণ দিয়ে ইতিহাসে কোনোদিন কোনো আন্দোলন হয়নি। বাংলাদেশেও হয়নি। দিনক্ষণ দিয়ে আন্দোলন যে হয় না গত ৯ বছরে বিএনপির দিনক্ষণের আন্দোলনের ব্যর্থতাই তার বড় প্রমাণ।’

সেতুমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে ঢুকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে বিএনপির উগ্রপন্থী সহযোগীরা।’

১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের কর্মসূচি পালন করে, হোক সেটা মিলাদ মাহফিল, তাদের সাথে রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়। এ সময় ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য তিনি বিএনপিকেই দায়ী করেন।