সিলেটে রাজু হত্যা মামলার আসামি ২৩ ছাত্রদল নেতাকর্মী

সিলেটে মেয়র আরিফুল হকের বিজয় মিছিলে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ২৩ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার রাতে নিহতের চাচা দবির চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন।

তিনি বলেন, মামলায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরী ও বর্তমান কমিটির সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ২৩ জনকে আসামি করে মামলাটি করা হয়।

শনিবার মেয়র নির্বাচনের বিজয় মিছিল শেষে ফেরার পথে মেয়র আরিফের বাসার গেটে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজু খুন হন। রোববার সিলেট ওসমানী হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর রাজুর লাশ পরিবারকে দেয়া হয়।

নিহত ফয়জুল হক রাজু সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু থাকতেন সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবির আলীর বাসায়। রাজু উপশহর এ-ব্লকের ৯নং রোডের ১২নং বাসার বাসিন্দা ফজর আলীর ছেলে।