প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক-প্রকাশক একরাম-উদ-দ্দৌলা এবং ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সদস্য এহসান-উদ-দৌলা মিথুনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মামলা করা হয়েছে।
এছাড়া দুর্বৃত্তরা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মিথুনকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেছেন, প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সমাধানের যথেষ্ট উপায় ও সুযোগ রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র সেই সব নিয়ম নীতির তোয়াক্কা না করে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে হত্যার হুমকি দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
প্রশাসন অবিলম্বে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে যশোরের সাংবাদিক সমাজ ঐক্যদ্ধভাবে তা মোকাবিলা করবে।
অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুউদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার ও হুমকি দাতাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।