প্রধানমন্ত্রীর কাছে ১০ মিনিট সময় চাইলেন ড. কামাল

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য ১০ মিনিট সময় চাইলেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সময় চান তিনি।

ড.কামাল হোসেন বলেন, ‘গত মাসে দেশে যা কিছু ঘটেছে তা দেখে মনে হয়, দেশ আগের পাকিস্তান হয়ে গেছে। পুলিশ ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না। দেশে যে সংবিধান রয়েছে, এর প্রতি সবার শ্রদ্ধা জানানো উচিত। দেশের পুলিশকে এ থেকে শিক্ষা নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে দেখা করবো। রাষ্ট্রের অভিভাবক হিসেবে কাজের চাপ থাকে উনার (প্রধানমন্ত্রী) অনেক, তিনি অনেক ব্যস্ত। তারপরও যদি ১০ মিনিট সময় দেন, তবে তার সঙ্গে দেখা করে কিছু কথা বলবো। কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে আমাদের কিছু কথা লিখিত আকারে আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি আশা করি, আমাদের কথাগুলো আমলে নেবেন।’