সব আলোচনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাস।
শনিবার সকালে মুম্বাইয়ে প্রিয়াংকার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়।
বিয়ের এই আয়োজনে রাতে তারকাদের উপস্থিতিতে মুখরিত ছিল প্রিয়াংকার বাসা। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট।
শনিবার সন্ধ্যায় প্রিয়াংকার বাসার সামনে গিয়ে নিজের গাড়ি থেকে নামেন আলিয়া। কিন্তু গাড়ি থেকে নামার আগে তাকে কাঁদতে দেখা যায়। সেই দৃশ্য ধারণকৃত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কার বাড়িতে ঢোকার আগে গাড়ির মধ্যে বসে রয়েছেন আলিয়া। কাউকে সরে যেতে ইঙ্গিত করছেন। তাকে চোখ মুছতেও দেখা যাচ্ছে।