বগুড়ায় নিজ বাসায় মা মেয়ে খুন হয়েছেন। শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় গতকাল সোমবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, রুবাইয়া (২৮) এবং তার মেয়ে সুমাইয়া (৭)।
রুবাইয়া টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী। ইউসুফ আলী বর্তমানে সৌদি প্রবাসী।
জানা গেছে, মঙ্গলবার সকালে পাশের বাসার লোকজন ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুবাইয়ার বাবা আব্দুল হামিদ জানান, তার মেয়ে জামাই সৌদিতে থাকে। তার মেয়ে এবং নাতনিকে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে খুন করে চলে যায়।
বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।