জনগণ খুশি হলে ভোট দেবে, না দিলে নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ ভোট দিলেই আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। সরকারের উন্নয়নে জনগণ খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। এতে কোন অসুবিধা নেই। ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকালে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে ভালো থাকে- সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিচারপতিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

১৫ই আগষ্ট ও ২১শে আগষ্টে শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম’ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষ যেন ভাল থাকে, তাদের যেন উন্নতি হয়। সুন্দর জীবন পায়। শিক্ষা চিকিৎসা বাসস্থান পায়। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় যান। সরকার জনগণের জন্য যা যা করছে তা মানুষের সামনে তুলে ধরুন।