বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত লন্ডন সফর শেষে যশোরে ফিরেছেন। লন্ডনে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে ফিরে কিছুদিন ঢাকায় অবস্থান করার পর আজ শুক্রবার সকালে তিনি যশোর পৌঁছান।
তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই যশোর বিমানবন্দরে জড়ো হন শত শত নেতাকর্মী। প্রবল বর্ষণ উপেক্ষা করে তারা প্রিয় নেতাকে বরণ করে নেন ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে।
বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অনিন্দ্য ইসলাম অমিত তাদের সঙ্গে কুশল বিনিময় ও মুসাফা করেন। এ সময় তিনি দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা,উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।