যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতান তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয় সে।
স্থানীয় লোকজন সুলতানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা বলেন, “বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।