পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ, এরপর দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় এরই মাঝে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। আর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সাবেক স্বামীর তীব্র সমালোচনা করলেন রেহাম খান।
রবিবারের গার্ডিয়ান পত্রিকায় তিনি বলেন, ‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন।’
রেহাম তার সাম্প্রতিক বইয়ে অত্যন্ত কড়া ভাষায় সাবেক স্বামী ইমরানের সমালোচনা করেছেন। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন।
সাম্প্রতিক সাক্ষাৎকারে রেহাম খান বলেছেন, ‘আমি তাকে (ইমরান) বিয়ে করেছিলাম। কিন্তু, ও আমাকে বিয়ে করেনি। তার কাছে বিয়ের সংজ্ঞা আলাদা। আমি জানি না, কে তাকে আমাকে বিয়ে করতে বলেছিল? সর্বসমক্ষে আমাদের সম্পর্ক আপাত দৃষ্টিতে ছিল সহজ ও স্বাভাবিক। ও আমার প্রশংসা করত। আমি কীভাবে দক্ষতার সঙ্গে সংসার করি, আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমার ধর্মীয় বিশ্বাস প্রমুখ। সেভাবে আমাদের মধ্যে কোনো ঝগড়া হতো না। আমিও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে এবং ভাইবোনদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কখনও হস্তক্ষেপ করিনি। কিন্তু, আমার সম্পর্কে যে গুজব ছড়িয়েছিল, তার বিরুদ্ধে ইমরান কিন্তু কখনও মুখ খোলেনি।’
উল্লেখ্য, ২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। কিন্তু, মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়।