গেল বছর ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি বেশ ভালো প্রশংসা পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি। এ ছবিতে অপুর নায়ক হিসেবে দর্শকরা শাকিবকে দেখেছেন। অনেকের মতে, এটাই ছিল তাদের অভিনীত সর্বশেষ ছবি। এখন এক সঙ্গে আর কাজ করছেন না তারা।
সামনে আবারো একসঙ্গে কাজ করবেন কি-না তাও নিশ্চিত না। এবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। তারপরেও জানতে চাওয়া কেমন গেল এবারের ঈদ।
জবাবে অপু বিশ্বাস বলেন, বেশ ভালোই কেটেছে। আমার ছেলে আব্রাম খানকে নিয়ে ছিলাম। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করেছি। তবে ঈদে সিনেমা হলে কোনো ছবি দেখতে যাওয়া হয়নি।
অপু বিশ্বাস বর্তমানে কলকাতার সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের একটি ছবিতে কাজ করছেন। এরইমধ্যে এ ছবির শুটিংয়ের সব কাজ শেষ করেছেন তিনি। এবারই প্রথম তিনি কাজ করছেন কলকাতার ছবিতে। নতুন জায়গায় কাজের অভিজ্ঞতাও দারুণ।
এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ছবির কাজ বেশ ভালোভাবেই শেষ করেছি। খুব ভালো লেগেছে কাজটি করে। এখন নতুন শিডিউল হবে। এবার গিয়ে ডাবিংয়ের কাজ শেষ করে ফিরবো। কলকাতার ছবিতে এবার প্রথম কাজ করলাম। বাণিজ্যিক ধারার যে ছবিগুলো হয়, ‘শর্টকাট’ সেগুলো থেকে একদম আলাদা। তাই ধরে ধরে কাজটি করছেন নির্মাতা। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। ছবির কাহিনী নিয়ে জানা যায়, আমাদের সকলের মধ্যেই একটা শর্টকাট সিদ্ধান্ত নেয়ার বা কাজ করার প্রবণতা রয়েছে। পরিণতিতে কেউ সফল, আবার কেউ ব্যর্থ। এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটি আলাদা আর্থ-সামাজিক অবস্থার পাশাপাশি দুই যুবকের গল্প ‘শর্টকাট’।
জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা এ ছবিতে অপুর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। অপু বিশ্বাস এ ছবির বাইরে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতেও অভিনয় করছেন। এ ছবির বেশকিছু কাজ এগিয়েছে।
অপু বলেন, আমি নিজেকে ফিট করছি। এ ছবির গানের শুটিংয়ে যাব কিছুদিন পর। তাই নিজেকে আগের মতো ফিট করতে চাই। এজন্য হয়তো কিছু সময় প্রয়োজন। সামনে এফডিসিতে সেট সাজিয়ে শুটিং শুরু হবে। আমার আগের মতো ফিট হতে আরো কিছুটা সময় প্রয়োজন। তবে আশা করছি, এ ছবিতে দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন।
ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে বাপ্পি চৌধুরী প্রথমবার কাজ করছেন। ২০০৬ সালে শাকিবের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবির পর অপুকে আর ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সফল ছবি।