পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব সিরাজের ফেসুবক আইডি হ্যাক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) সিরাজুল ইসলামের ফেসুবক আইডি হ্যাক করার অভিযোগ উঠেছে। সোমবার তার ফেসুবক আইডি হ্যাক করা হয়েছে।

সিরাজুল ইসলাম জানান, ‘আমার আইডি সোমবার হ্যাক করা হয়েছে। এই আইডি থেকে যাদেরকে বিরক্তিকর ম্যাসেজ, গালিগালাজ দেয়া হয়েছে বা হচ্ছে-তা আমার না। আমার কাছে যে অভিযোগ আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি জানান, তার মোবাইল ফোন হ্যাক করে, তারই কাছের কয়েকজন লোকের কাছ থেকে চাঁদাও দাবি ও গালিগালাজ করা হয়। এতে তিনি এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন।

বাঘা থানার ওসি রেজাউল হাসান বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এপিএস) সিরাজুল ইসলাম আমাকে জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোন নম্বর ক্লোন করে একাধিক চেয়ারম্যানের সচিবের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। এরপর তারা ইউএনওকে ফোন করে আসল ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় ইউএনও থানায় একটি অভিযোগও করেন। কিন্তু এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।